কবিতা

দীপালোক- কাজী গোলাম মোস্তফা

দীপালোকের দেশে এসে
চিত্ত আমার উঠল হেসে
ভালোবেসে তাই,
দীপান্বিতার মনান্তরে
প্রেমের পুষ্প থরে থরে
উজাড় করে যাই।
শূন্য হিয়ার পুণ্য প্রীতি
চিত্তহরা দহন গীতি
রেখে গেলাম সই,
ইচ্ছে হলে কুড়িয়ে নিও
বক্ষে জুড়ে প্রাণ ভরিও
আপন যদি হই।

 

Related Posts