সবার প্রিয় বঙ্গবন্ধু
জালাল আহমেদ
প্রিয় নেতা বঙ্গবন্ধুুর সাত-ই মার্চের ভাষণে
তিনি রেসকোর্সের মাঠে দাঁড়িয়ে সে আসনে
স্বাধীনতার ডাকতো দিলো মধুর কণ্ঠের সুরে
লাখো লাখো মানুুষ এসে মাঠটা যায় যে পুরে।
সত্যই কথা বলায় পাক সেনারা করে বন্দী
তবুও বঙ্গবন্ধুু করেনি শত্রুর সাথে সন্ধি
বঙ্গবন্ধুুর ডাকে লাখো মানুুষ যুদ্ধে লড়ে
ত্রিশ লক্ষ শহীন জীবন দিয়ে দেশই গড়ে।
এমন একজন নেতা ছিলো বাংলার বুকে ভাইরে
বঙ্গবন্ধুুর মতো বীর আর একটা ও নাইরে
দেশের মানুুষ আজও কাঁদে প্রিয় নেতার জন্য
প্রিয় নেতার আদর্শে যে সোনার বাংলা ধন্য।
শত বছর পূর্ণ হলো বঙ্গবন্ধুুর জন্মে
তিনি ছিলেন মুমিন মানুুষ জন্ম ইসলাম ধর্মে
গরিব দুখী লোকের সাথে তাহার ভালোবাসা
দেশের উন্নতি করাই ছিলো উনার মনের আশা।
তাহার মৃত্যুতে সব মানুুষ কেঁদে ছিলো ভবে
যারা তাকে মেরে ছিলো তাদের বিচার হবে
বঙ্গবন্ধুুর জন্যে সবাই হাতটা তুলে ধরো
আল্লাহ তুমি শেখ মুজিবকে বেহেস্ত দান করো।
১৩/৩/২০২০