মালিপাখির ছড়া
ফুলের তোড়া
ও আমার জলছবি গান,
ও আমার ভোরের আঁখি,
দ্যাখো না হৃদয় জুড়ে
ওড়ে এক মোহর পাখি।
ও আমার ফুলঝুরি ঢেউ,
ও আমার সবুজ পাতা,
সেজেছো? এবার তবে
ভরে দাও লেখার খাতা!
ও আমার ঝুমঝুমি পথ,
ও আমার পথের আলো,
এসেছো? ভালোই হলো,
মনে আজ আবির ঢালো!
ও আমার মাছরাঙা পুর,
ও আমার কথার বাড়ি ,
আমাকে আকাশ দিলে
আমি গাই বাউল, জারি!
ও আমার রূপশালি দিন,
ও আমার কিশোর ঘোড়া,
দেবো কি তোমার হাতে?
ধরো নাও ফুলের তোড়া!
নদীয়া
পশ্চিম বঙ্গ