মালিপাখির ছড়া
আমি
আমি চিলেকোঠা ঘরে থাকি।
আমি রূপকথা পাড়া আঁকি।
আমি ঘাসফুল, আমি তারা।
আমি চারাগাছ, আপনারা…
আমি একরাশ ভালোবাসা।
আমি কাছে এসো প্রিয় ভাষা।
আমি ভাষাপথ বুকে জুড়ি।
আমি রাঙামাসি, আমি ঘুড়ি।
আমি একরোখা জেদি ঘোড়া।
আমি আলো-আঁধারিতে মোড়া।
আমি কাঁচপোকা জুঁই নদী
আমি মাছরাঙা, কেউ যদি…
আমি জলপরী, নাচ শেখো।
আমি ভাঙাতরী, ভালো থেকো।
আমি চিঠি ঘর, চিঠি, চিঠি…
আমি প্রজাপতি, গিরগিটি।
আমি হই হই ছেলেবেলা।
আমি লুকোচুরি,লুডো খেলা।
আমি আয় আয় হাঁসবাড়ী।
আমি এই ভাব, এই আড়ি।
আমি ঘাসফুল, আমি তারা।
আমি চারাগাছ, আপনারা …








