রুমকি আনোয়ারের কবিতা
শিখণ্ডী
এরা শিখণ্ডী, না ছেলে না মেয়ে
জন্ম যাদের অভিশাপ,
পৃথিবীর বুকে এরা স্বপ্নচারী নয়, এরা স্বপ্ন ভ্রষ্টা
পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ,উভলিঙ্গ, ক্লীব লিঙ্গ
কোন লিঙ্গেই নেই এদের বসবাস
ভিক্ষে চাইতে হয় না এদের
দু’টাকা,পাঁচ টাকা দিয়ে যত দ্রুত সটকে পরা যায়,
বাজারেও এককেজি চাল, আধা কেজি ডাল আপদ বিদায় ।
যথেচ্ছা ব্যবহার হয় বাংলা সিনেমায়,
আবার এদের নিয়ে বিশ্ব বিনোদ কামকন্তুুলে মেতে উঠে কিছু অমানুষ
আপনা থেকে সমাজে বিষবাস্প ছড়িয়ে যায়
মরনঘাতক ব্যাধি এইডস ।
বুঝি অজান্তেই আমরাও শিখণ্ডীর মত কেবল একদলা মাংসপিন্ড
আমি কোন অপবাদে বিশ্বাসী নই তবুও কেন জানি না
এদের দেখলে বাকরুদ্ধ হয়ে যাই মানুষ না মানবী
বিধাতার এ কোন খেলা ।।