কবিতা

কে এম আলাউদ্দীনের কবিতা- ছায়াসঙ্গী-১৯

ছায়াসঙ্গী-১৯
কে এম আলাউদ্দীন


জলের মৌলিক সত্ত্বার আশ্রয়ে
খড়কুটো যেন ভেসে ভেসে
দীর্ঘ সময়, দীর্ঘ সময় নীরবে
নিজের রূপ-রস বাসনার অস্তিত্ব ভুলে, ভুলে ভুলে
ভুল পথের সাজানো মোহের বাঁধনে, অবরুদ্ধ
মিথ্যা এক বিশ্বাসের স্রোতে ভাসছে জীবন।

১৬/১০/১৭, বরিশাল।

Related Posts