পরবর্তী স্বাধীনতা
মধু চন্দ্র সুশীল
ছাপ্পান্ন হাজার বর্গ মাইল
ভূখণ্ড আমার,
সমগ্র বাংলার সোনা সম্ভার
ভাষা অহংকার।
বিজয় নিশান পতাকা উড়ে
স্বাধীন সীমানা,
মুক্তির সনদ পেয়েছি দেখো
মানচিত্র খানা।
প্রায় চার যুগ পেরিয়ে দেখি
মন ক্ষুধা মনে,
সোনার বাংলায় এতো গরীব
মরে ক্ষণে ক্ষণে।
বৈষম্য পীড়িত গ্রাম বাঙলা
গুপ্ত হাহাকারে,
ধনীর দলনে নি:স্ব কাতর
এধারে সেধারে।
দুর্দান্ত দুর্নীতি সারা বাংলায়
লজ্জাহীন চর্চা,
নীতি মূল্যবোধ বাম পকেটে
দুষ্ট বুদ্ধি খর্চা।
সরকারি সেবা দুষ্টের দায়ে
ঘুষে নিমজ্জিত,
মানহীনে মানি জাতীর রাহু
কৌশলে সজ্জিত।
রুখে দাও সব দুর্নীতিবাজ
মুক্তি পাক আশা,
চাই পরবর্তী এ স্বাধীনতা
নয়-সর্বনাশা।
তারিখ: ১৪/১২/১৭