কবিতা গদ্যকবিতা

তপন কুমার বড়ুয়ার কবিতা- পরিত্যক্ত পৃথিবীর বসন্ত

পরিত্যক্ত পৃথিবীর বসন্ত
তপন কুমার বড়ুয়া।


হঠাৎ হঠাৎ বসন্ত অাসে,
সরে যায় ধুলোর অাস্তরণ
উজ্জ্বল হয় তোমার নন্দিত অবয়ব-
জাগায় অামাকে মৃত্যুর দেশে জীবনের উচ্ছ্বাসে;
শিমুলের পাপড়ি তোমার উষ্ণ নিশ্বাসের মতো
অামাকে শিহরিত করে ক্ষণে ক্ষণে।

আকাশের প্রগাঢ় নীলে
কল্প-ভ্রমন নিমগ্নতায় ছবি আঁকি,
ক্যানভাসে শুধু তোমার মুখইি আসে, যেন
তুমিই নিবিড় সবুজের কোমল স্নিগ্ধতা।

কোকিলের ডাক তোমার মোহনীয়া সুর হয়ে
ঝরে বিকালের ধূসর অঙ্গনে

যেখানে অার রাখবে না কেউ কোন রাঙা পা,
কোন পাখি ফেলবে না স্মৃতির পালক,
ঝংকৃত হবে না পায়ের নূপুর।

রাজার হাট,পদুয়া,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম

Related Posts