কবিতা পদ্যকবিতা

বাবুল হোসেন বাবলুর কবিতা

অন্তর্গূঢ় বেদনা
বাবুল হোসেন বাবলু


অসার কথনে মিটে কি ক্ষুধা –
মৃতপ্রায় প্রাণ জীবন্ত অাধা ।
শূন্য জঠরে পোকার বসত –
রাজ করে ব্যভিচারী অসৎ ।
অরণ্যে রোদন কবির কাব্য –
অন্তরালে হাসে ভব্য সভ্য ।
নিদারুণ কষ্টে আচ্ছন্ন রই –
পাঠ পঠনে চেতনা কই ?
বুলির বেসাতি বদনে প্রীতি –
পথে প্রান্তরে সাম্যের গীতি ।
প্রাসাদে প্রমোদ বিত্তের দর্প –
অন্তরে লালন বিষধর সর্প ।
অাদ্রকন্ঠ বিষণ্ণতা সকাতর-
চশমার আড়ালে দৃষ্টি পাথর ।
ভাবে-সাবে জনহোতা আন্তরিক-
দরদের বাণী উচ্চারিত লৌকিক ।
হাসির আড়ালে কান্না দমিত —
বেদনার সুর নিরন্তর রণিত ।
অযাচিত যাতনা অন্তরে ধারণ –
অগ্নির দাহকুণ্ডে অহর্নিশ যাপন ।

 

২-২-১৮

Related Posts