অবতরণ -৩
কে এম আলাউদ্দীন
আহা!
শুকনো খনখনে মাটির নির্যাস—-
জীবন্ত, একা বিমোহিত আলোর মিছিলে
আত্মমগ্ন, মাঝে মাঝে উন্মন ভেতরে প্রত্যাশার দীপ জ্বলে।
নবচেতনার এক আনন্দানুভূতি খুঁজে পেল প্রতিক্ষার সুপ্ত উচ্ছ্বাস
আপন জীবন সাথী, যেন পূর্ণতার প্রাকৃতিক ছোঁয়া, অসীমের মহা আয়োজন।
২৩/০৫/১৮, বরিশাল।