কবিতা গদ্যকবিতা

মাহমুদ হাসান অয়নের কবিতা- বাসমতী একটি নারীর নাম

বাসমতী একটি নারীর নাম
মাহমুদ হাসান অয়ন


বাসমতী প্রার্থনা করি,
কাজলদীঘির স্বচ্ছ জলের মত অালগ্ন প্রবাহিত হও-
পৃথিবীর সকল পুকুর আর নদী জুড়ে।
মাভিন রঙা ছায়াবীথিকার মত দেয়ালে দেয়ালে স্পষ্ট হয়ে বলো তুমি-
একদিন স্মৃতিতে আলো জ্বলবেই।
অতঃপর, তোমার অলৌকিক কিশোরী হতে যুবতী হবার গল্পে,
গন্ধবাসিনী ক্যাকটাসগুলো দম লাগিয়ে পাঁচ রজনীর এলোমেলো গন্ধ বিলোতে থাকুক
এবং
তোমার যাচ্ছেতাই সকাল আর বর্ষাতি বিকেলের নিকষ রোমন্থনগুলো বলে দিক-
একা থাকা পাপ, নয়তো বড় বেদনার!
বাসমতী তোমার কিশোরী আকাশের খাঁ খাঁ দুপুর,
রুনুঝুনু পায়ের পুকুর, মন খারাপের বাস্তুভিটায়- সদর্পে মন রাখুক কেউ।
খুব কাছে ডেকে বলুক কেউ-
বাসমতী তোমার মন খারাপ কেন?
অথবা তোমার শরীরে আমার শত্রুর মত এত জ্বর কেন?
বাসমতী তুমিই নাহয় একবার মাথা তুলে বলো-
আমার জন্য কারো বুকের ওমে ভেড়ার লোমের মত উষ্ণতা নেই কেন?
আমার জন্য কারো মনের ঘরে লেবুপাতার গন্ধওয়ালা চাঁদ-জোনাকীর হলুদ বাড়ি টা নেই কেন?
আমার জন্য কারো নীল শাড়ি, রেশমী চুড়ি আর কালো টিপ কেনার তাড়া নেই কেন?
আমার জন্য, হ্যা আমার জন্য-
কোথায় এমন কথার আকাশ
গ্রীষ্মদিনের শীতল বাতাস
কঠোর-কোমল একটা পুরুষ, কোথায় আমার?

কোথায় আমার জানালার শার্সিতে ভোরের সেই প্রতীক্ষিত দাঁড়কাক?
কোথায় আমার কৈশোরের প্রেম সেই ‘দারুচিনি’ নদী?
কোথায় আমার শিউলি-বকুল-বেলী-হেনার মোহমাধুর্যে পূর্ণ সবুজে সাজোয়া উদ্যান?
কোথায় আমার-
অস্তিত্ব
বিস্তৃতি
পরিপসমাপ্তি
অথবা কেমন করে আমি-
নারী
নদী
নন্দিনী?
বাসমতী প্রশ্নের পর প্রশ্ন করে যায়
অথচ কিছুই বলি না আমি,
শুধু মুগ্ধ হয়ে চাই, মুগ্ধ হয়ে শুনি….

১৯.০৫.২০১৮
নীলফামারী।

Related Posts