কবিতা গদ্যকবিতা

এবিএম মাহাবুবুল ইসলামের কবিতা- মুক্তির ইশারাতে

মুক্তির ইশারাতে
এবিএম মাহাবুবুল ইসলাম


লাল-সবুজের স্বপ্নের পথেপথে
যে যুবারা ছুটে গেছে,মুক্তির ইশারাতে।
রয়ে গেছে তারা অনন্তসময়ের কাছে

এ মাটির কোমল পলির বুকে,হিজল-তমাল-শিরিষের প্রাণে,সবুজের সুখে।
সোনালি ধানের শীষে আছে তারা মিশে।
দোয়েল-শালিখ-কোকিলের গানে।

হাজার বছরের ইতিহাসে লেখা
সোনালি হরফে,তারা রয়ে যাবে বাঙ্গালীর প্রাণে।

পদ্মা-মেঘনা-যমুনার বয়ে চলা জলে,
ঢেউয়ে দুলে দুলে,এ বদ্বীপের কোটি প্রাণে প্রাণে।
থেকে যাবে তারা আলোর ফসিলে।

Related Posts