কবিতা সনেট

তারাশঙ্কর সেনগুপ্তের কবিতা- দিশারী

দিশারী
তারাশঙ্কর সেনগুপ্ত


আমি অধীর আগ্রহে কান পেতে থাকি
শুনবো বলে তোমার নির্ভীক আহ্বান
পাগল করা সেই ঘর ছাড়ার গান ,
ইথার তরঙ্গে আজ কান পেতে রাখি।

এসো কান্ডারী শক্ত হাতে ধরগো হাল
তোমার ডাকে বেরিয়ে পড়ি ঘর ছেড়ে
এ পৃথবীর পিশাচী পাপ দূর করে
আনতেই হবে এক নতুন সকাল।

ওরে আজযে এ লড়াই সহজ নয়
শয়তান দিচ্ছে তাদের ছুরিতে শান
বলি হবে জানি অনেক অমূল্য প্রাণ
আসবে জয় বহু ত্যাগের বিনিময়।

আজ তাই দিশারী রূপে মানুষ চাই
তোমার দিশায় জিততে যে এ লড়াই।

 

তারিখ: ১৯/০৭/২০১৮

Related Posts