ছড়া

মোঃ মহি উদ্দিন খোকনের ছড়া- নীল আকাশে

নীল আকাশে
মোঃ মহি উদ্দিন খোকন


নীল আকাশে ধূসর মেঘে
নিত্য করে খেলা,
টুপুর টাপুর ঝরছে বাদল
আজ সারাটা বেলা।

বাদলা দিনে আকাশ ফেঁটে
গুড়ুম গাড়ুম ডাক,
হৃদয় মাঝে স্বপ্ন বুনি
আজ সারাটা রাত।

রিমিঝিমি বৃষ্টি নামে
আসবে প্রিয়া আজ
দুর দুর কাঁপে হিয়া
লাগে ভারি লাজ।

গুনগুনিয়ে গাইছে হাওয়া
আমার প্রিয়ার গান,
ঝুমুর ঝুমুর নূপুর তালে
ভরিয়ে দিলে প্রাণ।

বাদলা দিনে হাওয়ার সনে
শুধাই মনের কথা,
পাগল মনের দুর হল গো
যতই ছিল ব্যথা।

 

তারিখ: ২৫/০৭/২০১৮ খ্রিঃ।

Related Posts