কবিতা

রুমকি আনোয়ারের কবিতা- মনেরও মন্দিরে

মনেরও মন্দিরে
রুমকি আনোয়ার


দক্ষিনা দুয়ারে মনেরও মন্দিরে
কে তুমি ?
দ্বিধা থরথরে হাত ,আজন্ম অভিলাষ
একি স্বপ্ন ?
চোখেতে চোখ রেখে নির্বাক
যেন অনন্তকাল ,
সমুদ্রের ঢেউ উঠে বুকে ,অজানা শিহরন
অন্য ভূবন ।
ভোরের নরম আলোয় কুড়িয়ে আনা শিউলির
মৃদু হাসি ,
শ্যামলা গড়নে নিষ্পাপ মুখ , চোখে আলোক প্রভা
প্রথম পুরুষ ।
সেই তুমি বসন্ত গড়িয়ে যাওয়া জলের ভগ্নাংশ
ধাবমান সময় ,
শরীরের সমস্ত কাঁপনি পায়ে এসে ঠেকে তবুও
ঠাই দাঁড়িয়ে ।
ভরাট গলায় শুনতে পেলুম আছ কেমন অজান্তে
চোখের জল ,
প্লাবিত বসন্তের মাতাল হওয়ায় অভিমান
ভালো নেই ।
আচমকা কপালে চুম্বন বাইশটি বসন্তের ক্ষত গুলো
ক্ষয়ে যাচ্ছে ।
একজোড়া কপোত কপোতী আকাশের বুকে পেখম তুলে
আনন্দ স্রোতে ।।

Related Posts