কবিতা গদ্যকবিতা

রুমকি আনোয়ার’র কবিতা- অবশিষ্ট

অবশিষ্ট
রুমকি আনোয়ার


মহাকাল রয়েছে ঘিরে
বৃক্ষরাজি , তরুলতা তারার মত ফুটে
কে তুমি- পথিক হেঁটে যাও
অনির্নেয় পথে ।
দৃষ্টি ক্রমেই ঝাপসা হয়ে আসে
স্মৃতি এলোমেলো ,
তবু কিছু পাতা দেরাজে বন্দী
অক্ষয় , অমলিন ।
দাঁত দিয়ে কাটতে না পারি
সূতার বাঁধন ,
সূতার নিখুঁত বুননে আঁটা দেহ
বয়সের পদভারে আজ অরক্ষিত ।
মুদ্রিত চোখে ভাসে আজও
সমুদ্র হাওয়ায় উড়ে ,
রমণীর খোলা আঁচল
কোন কাম নয় , তবু সে আসন ।
বালিশের তলায় রয়ে গেছে
সূর্যসেনের চিঠি ,
আমি সেই বিপ্লবী
পিষ্ট সময়ের যাঁতাকলে যেন পাতিহাঁস ।।

Related Posts