শাহরিয়ার সুজনের কবিতা
বাল্যবন্ধু
আহা চিড়া, মুড়ি, খই,
আমার বন্ধুরা সব কই?
আমার ধুলায় বাঁধা ঘর,
তোরা হইলি কেন পর?
আমার লাটাই-সুতা-ঘুড়ি,
কোথায় তোদের উড়াউড়ি?
আমার টায়ার চালার দিন,
এইতো ছিলোরে সেদিন।
তোদের কাদা ছোড়াছুড়ি,
আর দুষ্টু জোরাজুরি।
তোদের পাগল পাগল মন,
আজও কাদায় সারাক্ষণ।
আমার ভেলায় ভাসা সুর,
তোরা রইলি কোন সে দূর?
সবাই ব্যস্ত ভীষণ রোজ,
কেউ নেই না কারোর খোঁজ।
আসলো একোন বাজে রীতি?
অতীত এখন শুধুই স্মৃতি।
তোদের মনে পড়ে খুব,
ইচ্ছে করে নিয়ে দেই ডুব।
চল না আবার ইস্কুল পালাই,
বাসায় মিথ্যা বলেই চালাই।
চল আরেকবার হারাই,
খেলার মাঠে গিয়ে দাঁড়াই।