কবিতা

ডাঃ মোঃ হুমায়ুন কবিরের কবিতা- বাস্তবতা

বাস্তবতা
ডাঃ মোঃ হুমায়ুন কবির


সবাইকে নিয়ে উদ্বিগ্ন ,
নিজের কাছে স্বেচ্ছাচারিতায় কষ্ট ,
বানায় নগ্ন উপহাসের আলাপচারিতা ।

সবই ভুল কবিতার খাতায় আসন্ন ,
নির্ঘুম বিনোদনহীন জীবন নষ্ট ,
কেউ জানে না আনন্দের উলটো পিঠে প্রলাপের বাচকতা ,
নামায় ধরার মাঝে কঠিন সাধুবাদিতা।

নিজের কাছে নাই কিছু ,
সবই দিয়েছে ভালবাসার তরে ,
অপার শূন্যতা বাজায় হাহাকার ,
ভুল ছিল কি নিয়ম কানুন !
যেতে হয়েছে ঘৃণার পাড়ে ।

 

তারিখ: ২৫.০৭.১৮ইং সময় রাত ১১.০০ মিনিট ।

Related Posts