স্বপ্নচারিনী
সৈয়দ হোসেন
ওগো মোর বনবীথিকা মন হরিণী
মম মন মন্দিরে গড়ি প্রেম সরণী
গাঁথি বকুল গন্ধে অকূল ছন্দে কুন্তল বেণী
দেহ মন মাঝে নাচে আঁখি নেশাচূর
অমল গায়ে নূপুর পায়ে নাচে হিয়া সুমধুর
নীলাম্বরী ওড়নি বায়ে উত্থলে উঠে মন ময়ূরী
ওগো মোর স্বপ্নচারিনী।
কত জাগে কথা না পাওয়ার ব্যথা বেদনা বিধূর
কামিনী রাখেনি কথা বাড়ে হৃদয়ের ব্যাকুলতা
এ রজনী বয়ে চলে যায় লতায় লতানো দীঘল
সঙ্গোপনে সপনে জাগে একেলা যামিনী
ওগো মোর বিহঙ্গিনী।
©মুন্সিগঞ্জ(২১-৭-১৮)