কবিতা গদ্যকবিতা

আরেফিন শিমুলের কবিতা- কদমের আত্মকহন

কদমের আত্মকহন
আরেফিন শিমুল


সেই কবে কতকাল আগে প্রথম এসেছিলাম জানা নেই
জন্মেছি এই বর্ষায়
কদমের ডালে ফুল হয়ে ফুটেছি
চোখের পানিতেই জীবন সারা।

নান্দনিক ভালোবাসায় কখনো কোন রমনীর খোঁপায়
হয়তো স্থান পেয়েছি
নয় ভেসেছি শ্রাবণের জলে।

আমায় নিয়ে কোন পূজারী পূজার অর্ঘ্য সাজায়নি
ফুল প্রেমীদের ফুলদানীতেও জায়গা হয়নি
ঠাঁই পাইনি কারো ফুলশয্যায়
ফুল বাজারের অভিজাত ফুলের ভীড়ে
আমি অতি নগন্য।

তবে কবিরা আমায় কেন এত ভালোবাসে?
বর্ষা এলেই তারা আমার প্রেমে পড়ে
তাদের কলমের কালিতে
কেবলই আমার নামের বন্দনা।

আমায় নিয়ে কত যে কাব্য
হাজার প্রেমিক তাদের প্রেমিকাকে
এই বর্ষায় কদমের ভালোবাসায় সিক্ত করে।

আমি বিমুগ্ধ
হয়তো এটাই আমার আগমনের স্বার্থকতা
বর্ষা শেষেই আমার বিদায়
কেউ কি অপেক্ষা করে আরেক বর্ষার
কদমের ডালে আমার পুনঃজন্ম দেখার জন্য?


২৬ জুলাই
বেলা :১২:২৭
কুমিল্লা।

Related Posts