কবিতা গদ্যকবিতা

নাছরিন নাহার নাছিমার কবিতা- অস্পর্শতা

অস্পর্শতা
নাছরিন নাহার নাছিমা


ফাগুনের মিষ্টি মধুর হাওয়া বয়ে চলছে দিকবেদিক,
মুঠো মুঠো হলদে পাতা উড়ে উড়ে পড়ছে ঝরে।
দক্ষিনা বাতাসে সেকি মন মাতানো মনোহারী দোলা!
অথচ কোন বাতাস যেন স্পর্শ করছে না শরীর মনে,
তবে কি অনুভূতিগুলো শূন্যের কোঠায়?
ভাবনাগুলো এলোমেলো করে দেয় বাসন্তী হাওয়া।
দম আটকানো বিশ্রি কুয়াশা নেই কোথাও,
আগমনী ফাগুনের সুরের মুর্ছনায়।
নিমিষেই পালিয়েছে পৃথিবীর বুক থেকে দূরে বহু দূরে,
হঠাৎ সূর্যের প্রখরতায় চমকে উঠেছে ভূ-লোক।
এমন চমক যেন চক্ষুর অন্তরালে ঢাকা পড়েছে,
তবে কি চোখের জৌলুসতা মিলিয়ে যাচ্ছে দিনে দিনে?
বিরাট এক অট্টালিকার প্রাসাদে বসবাস,
তবুও অন্তঃপুরে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস-
প্রতিটি বসন্ত কাটে প্রাচীর ঘেরা প্রাসাদের কার্নিশের কোণে।
প্রাচীর ভেদ করে আসে না লালরঙা ভোরের সূর্যের সোনালি হাসি,
অথবা
চক্ষুর অন্তরালেই রয়ে যায় পূর্ণিমার চাঁদের আলোর ফোয়ারা!
তবে কি সত্যই বার্ধক্য আজ অবনত হৃদয়ের গহীনে ?
নাকি কলঙ্কিত কালোরাত আস্ফালন আক্রমণ করবে
মৃর্ত্যুদূত আমাকে?
ভয়ে শিহরিত হই, অশনি দুঃস্বপ্নে মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি দেখে।

Related Posts